ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে নির্মাণাধীন ট্যানারির ভবন ধসে আহত ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
সাভারে নির্মাণাধীন ট্যানারির ভবন ধসে আহত ৭ হরিণধরা এলাকায় নির্মাণাধীন ট্যানারির ভবন ধস-ছবি: লোটন আচার্য্য

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে আজিজ ট্যানারির নির্মাণাধীন একতলা ছাদ ধসে সাত নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরে হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বে ট্যানারির প্রজেক্ট ইনচার্জ শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে আজিজ ট্যানারির ছাদ ডালাইয়ের সময় ধসে বকুল (৪৫), জুলফিকার (২২), একরামুল (২৫), ফেরদুস (৩৫), আলগীরসহ (২২) সাতজন আহত হন।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সাভার ও হেমায়েতপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সাভার ফায়ার সার্ভিসের উপ-পরির্দশক পরিচালক মামুন মাহামুদ বাংলানিউজকে জানান, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে।

ট্যানারির পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান মোল্লা বাংলানিউজকে জানান, এ বিষয়ে দোষীদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭, আপডেট: ২০৩৯ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।