বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফার্মগেটের কেআইবি’তে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে প্রায় দেড়শ বছর হলো বড় ধরনের ভূমিকম্প হয় না।
রিয়াজ আহমেদ বলেন, ভূমিহীনদের আশ্রয়ের জন্য তাঁবু কেনা হয়েছে। এ বছর আরও কেনা হবে।
তিনি বলেন, ভূমিকম্প পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হচ্ছে। সরকারের সঙ্গে স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করবে।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরটি/পিসি