ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের ১০ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের ১০ নেতাকর্মীর কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন।

এদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির ও যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পিকে পাঁচ বছর করে এবং ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব, মিরাজকে এক বছর করে ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, তৃণমূল ও ছাত্রলীগ নেতা মানিক, রকি, রুপমকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া রায়ে দু’জনকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। তাই উচ্চ আদালতে আপিল করা হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে তারা। এ ঘটনায় পরদিন আশরাফুলের বাবা অ্যাডভোকেট মো. বদরুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।