ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অবৈধ আয় রোধে এনবিআরের সহযোগিতা চায় দুদক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
‘অবৈধ আয় রোধে এনবিআরের সহযোগিতা চায় দুদক’ এনবিআর সম্মেলন কক্ষে ‘শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক’ সেমিনার

ঢাকা: অবৈধ আয় যাতে আর কেউ করতে না পারে সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের উদ্যোগ, কর্মদক্ষতা ও সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এনবিআর সম্মেলন কক্ষে ‘শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা কামনা করেন।
 
দুর্নীতি নির্মূলে কর্মকর্তাদের সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ টাকা বাতাসে উড়ে বেড়ায়।

নিজেদের সর্তক হতে হবে। এখন কাউকে ছাড় দেওয়ার সময় নেই। অবৈধ আয় যাতে কেউ করতে না পারে সেজন্য এনবিআরের সহযোগিতা চাই, উদ্যোগ চাই, চাই কর্মদক্ষতার উন্নয়ন।

তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের কারণে সম্পদের হিসাব নিতে পারছি না। ট্যাক্সের কোনো ভিত্তি পাচ্ছি না। এনবিআর কর্মকর্তারা ট্যাক্স সনদ দিচ্ছেন। আবার আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, এ টাকা বা সম্পদের উৎস কী? এমন প্রশ্ন আর করতে চাই না।
 
তিনি বলেন, প্রত্যেক নাগরিক সঠিকভাবে ট্যাক্স ফাইল জমা দিলে সম্পত্তি ও অর্থের উৎস জানতে পারবো। এখন কাউকে জিজ্ঞাসা করতে পারি না, কারণ দুদকের সেই সক্ষমতা নেই। এনবিআর জিজ্ঞাসা করতে পারে। দুদক ট্যাক্স চায় না, সম্পত্তির হিসাব চায়।  

তিনি বলেন, দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করার সময় এসেছে। এনবিআর রাষ্ট্রের ‘ব্লাড’ সঞ্চালন করে। কিন্তু দুর্ভাগ্য ও দুর্বলতা হলো যতটুকু ব্লাড সরবরাহের প্রয়োজন আমরা তা করতে পারি না। ব্লাড সরবরাহ না করতে পারার পেছনে ব্যক্তি পর্যায় ও সামগ্রিক পদ্ধতি কাজ করে।
 
ইকবাল মাহমুদ বলেন, দেশের মালিক হতে হলে সঠিকভাবে ট্যাক্স দিতে হবে। ১৬ কোটি মানুষের মধ্যে ১২ লাখ লোক কর দেয়। এটা কিভাবে সম্ভব? লজ্জার বিষয় হলো আমাদের ট্যাক্স রেসিও ভুটান ও নেপালের চেয়ে কম।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সেমিনারে এনবিআর সদস্য ও  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরইউ/আরআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।