বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে-দশম শ্রেণি পর্যন্ত মোট চার গ্রুপে সহস্রাধিক শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সোহবার হোসেন বিশ্বাস প্রমুখ।
এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৫ জানুয়ারি) এ মেলার সূচনা করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন।
সাত দিনব্যাপী এ মেলায় চিত্র প্রদশর্নী, লাঠিখেলা, কুস্তি প্রতিযোগিতা, হ্যান্ডবল, ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, সেমিনার, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবার সুলতান পদক পাচ্ছেন বরেণ্য শিল্পী হাশেম খান।
**নড়াইলে ৭ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসএএস/এনটি