ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতলব উত্তরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
মতলব উত্তরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৯০ কৃষকের মধ্যে মুগডাল বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মতলব উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম।

 

রবি মৌস‍ুম হিসেবে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। ২৯০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিপি ও ১০ কেজি এমপিও সার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ সহকারী কৃষি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।