অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা মূল্যে মাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অগ্নিকাণ্ডের শিকার পাটগুদামটির মালিক শেখ সেলিম ও তার বাবা আকতার।
এলাকাবাসী বাংলানিউজকে জানায়, দুপুরে হঠাৎ করে পাটগুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে।
আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, আগুন পাটগুদাম ছাড়াও পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
** খুলনায় পাটগুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমআরএম/আরআইএস/টিআই