ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
হিলিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন বিজিবি

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোহাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইমতিয়াজ চৌধুরী শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন।

উপজেলার খট্টামাধবপাড়া ও বুয়ালদাড় ইউনিয়নের ১৮০ জন শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর মাসরুর এস এ রুমী, খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি, ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।