মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইনচার্জ এসএসএই আব্দুল মতিন বাংলানিউজকে জানান, আজ থেকে দুই চালকের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
এর আগে শনিবার রাত পৌনে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড সংলগ্ন রহমতনগর রেল কলোনির পাশে রেল ইঞ্জিন (নম্বর-৬৫১১) থেকে তেল পাচারের সময় রেলওয়ে পুলিশ ২৪০ লিটার তেল জব্দ করে।
এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় মামলা দায়ের করা হয়। তেল পাচারের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই/লোকো) ট্রেন চালক আব্দুল কাদের জ্বিলানী (এলএম) ও সহকারী চালক মিজানুর রহমানকে (এএলএম) সাময়িক বরখাস্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই