সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় মোট ৫৫টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) শেখ মুহা. বেলায়েত হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার সব স্টল ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।