অভিযানে সঞ্জিব কুমার দাসের মেসার্স দোলা ব্রিকসকে (ড্রাম চিমনির ইটভাটা) ৯০ হাজার টাকা এবং আ. রহিমের মেসার্স এম আর বি ব্রিকসকে (১২০ ফুট চিমনির ইটভাটা) ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মেসার্স এম এইচ বি ব্রিকসে (জিগজ্যাগ ইটভাটা) অভিযান চালিয়ে প্রোপাইটর আ. রব হাওলাদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আনজুমান নেছা ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএস/এনটি