ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ নবমওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি: রানা

ঢাকা: অতিদ্রুত সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিক নেতারা। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্মতি থাকা সত্ত্বেও তথ্য মন্ত্রণালয় নবম ওয়েজ বোর্ড ঘোষণা করছে না।  

বক্তারা অভিযোগ করে বলেন, আমরা গত ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছিলাম।

কিন্তু তথ্যমন্ত্রী কৌশল করে বলেছিলেন ৩১ ডিসেম্বরের মধ্যে জানাবেন কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটিও তিনি জানাতে ব্যর্থ হয়েছেন।  

যেহেতু তথ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে তাই তাদের সাথে আমাদের আর কোনো আলোচনা নেই। প্রধানমন্ত্রী দেশে এলে তার কাছ থেকেই আমরা আমাদের দাবি আদায় করবো।  

এ সময় বক্তারা অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায়ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিআরইউ’য়ের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএইচকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।