ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মাদকসহ চোরাই মালামাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
কুমিল্লায় মাদকসহ চোরাই মালামাল জব্দ কুমিল্লায় মাদকসহ চোরাই মালামাল জব্দ

কুমিল্লা: কুমিল্লার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে তিন ল‍াখ টাকা মূল্যের মাদকসহ অন্যান্য চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিজিবি-১০ ব্যাটালিয়ন থেকে বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, সকাল সাড়ে ৭টায় চৌদ্দগ্রাম উপজেলার পাহাড়পুর এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া সীমান্তবর্তী মথুরাপুর, আনন্দপুর, গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় হুইস্কি, ১০ কেজি গাঁজা, ১৭০টি কসমেটিকস সামগ্রী, ১৫৫টি হরলিক্স এবং চারটি গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

এসবের মালামালের মূল্য তিন লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এবং অন্যান্য মালামাল কাস্টম অফিসে জমা করা হয়েছে।    

১০ বিজিবির অতিরিক্ত পরিচালক শহীদুল আলম অভিযানের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।