ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান ছবি: নীলফামারী

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা সদরে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০৯ পরিবারের মধ্যে অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারকে নয় ফিটের এক বান্ডিল করে ঢেউটিন, নগদ তিন হাজার টাকা ও দুইটি করে কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও শেখ মুহ. বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, সহকারী কমিশনার (ভুমি) উম্মে ফাতেমা, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ মিয়া প্রমুখ।

সম্প্রতি কুন্দুপুকুর, চড়াইখোলা, পৌরসভা, টুপামারী, রামনগর, লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নের ১০৯ পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।