ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে জঙ্গি সন্দেহে ২ ছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কোম্পানীগঞ্জে জঙ্গি সন্দেহে ২ ছাত্র আটক

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে দুই ছাত্রকে আটক করেছে র‌্যাবের এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ। রোববার (২২ জানুযারি) দিনগত রাতে বসুরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ছাত্ররা হলেন-উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে আমজাদুল ইসলাম রাসেল (২৩) ও উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া গ্রামের সারোয়ার হোসেন লিটনের ছেলে আবু আবদুল্লা ইসতিয়াক (১৭) ।

আমজাদুল ইসলাম রাসেল ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিস্টারের ছাত্র ও আবু আবদুল্লা ইসতিয়াক চলতি বছরে বসুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, রোববার রাতে বসুরহাট এলাকা থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদুল ও আবু আব্দুল্লাকে আটক করেছে এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ।

রাতেই তাদের ঢাকা নিয়ে যায় টেররিজম ক্রাইম ব্রাঞ্চের প্রধান শওকত আলী।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।