ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ২২ জানুয়ারি (রোববার) রাতে উপজেলার নয়মাইল ও মাঝিড়া বন্দর এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।
অপরদিকে অভিযান চালিয়ে মাঝিড়া বন্দর থেকে দুবলাগাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় কোয়াটার কিলোমিটার সড়কের দু’পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সড়কের দু’ধারে গড়ে তোলা মুদি দোকান, বেকারি, ফলমূল, মাছ ও মুরগির দোকানসহ প্রায় ২০-২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধি ১৮৮ ধারায় মুরগি দোকানি মাকসুদুলকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ