ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোম্পানিগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কোম্পানিগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে  ২ শ্রমিকের মৃত্যু ছবি: পাথর কোয়ারি ফাইল ফটো

সিলেট: সিলেট কোম্পানিরগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে আল হাদী (৩৬) ও আব্দুল কাদির (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোম্পানিগঞ্জের সারফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিকে পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ ‍সুপার সুজ্ঞান চাকমা।

তিনি বলেন, পাথর উত্তোরনের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীদের কাছ থেকে শুনেছি।

কোম্পানিগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল  উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ওই পাথর কোয়ারিতে ১৩ জন শ্রমিক কাজ শুরু করেন। এর কিছুক্ষণ পর কোয়ারির সাইডের মাটি চাপা পড়ে দুই শ্রমিকদের নিহত হন। তবে স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ৪ জন শ্রমিক মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।