মিছিল চলাকালে বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বাবুল জানান, এ ধর্মঘট শুধু বরিশালের নয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় একযোগে ১২ দফা দাবি আদায়ে লক্ষ্যে এ ধর্মঘট চলছে।
দাবিগুলোর মধ্যে- ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক সংক্রান্ত অপসারণ সিদ্ধান্ত বাতিল, সিটি করপোরেশন পৌরসভার নামে চাঁদাবাজি, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, পুলিশী হয়রানী, ব্রিজে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ ১২ দফা দাবি।
বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. মাসুম জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে আশ্বাস পেলেই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ধর্মঘটের কারণে বরিশালে সকাল থেকে তেমন কোনো পণ্যবাহী ট্রাক আসেনি, পাশাপাশি মালামাল আনা-নেওয়ার সকল কার্যক্রম স্থগিত থাকায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএস/এনটি