ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় একাধিক মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
তেঁতুলিয়ায় একাধিক মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক তেঁতুলিয়ায় একাধিক মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাইওয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন (৪১)। এসময় তাকে রামদাসহ আটক করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মাগুরমারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকার কুতুব উদ্দীনের ছেলে।

ভজনপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে জানান, দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে নিয়মিত চেকিংয়ের সময় হাইওয়ে পুলিশ মোটরসাইকেল আরোহী দেলোয়ারকে চ্যালেঞ্জ করে। এ সময় দেলোয়ার নিজেকে ডাকাত পরিচয় দিয়ে দ্রুতগতিতে চলে যান।

পরে পুলিশ তার পিছু নিলে দেলোয়ার স্থানীয় লোকজনকে ডেকে দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। এসময় পুলিশ তিন রাউন্ড গুলি ছুড়লে দেলোয়ার গুলিবিদ্ধ হন। এ অবস্থায় পুলিশ দেলোয়ারকে একটি রামদাসহ আটক করে প্রথমে আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দেলোয়ার ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।