ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুমকিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
দুমকিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিপক্ষের হামলায় মজিবুর রহমান ভূঁইয়া (৬০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহত মজিবুর রহমান ভূঁইয়া উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন নিয়ে মজিবুর রহমান ভূঁইয়ার সঙ্গে একই গ্রামের সিকদার বাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার বিকেলে মজিবুর রহমান গ্রামের বাড়ি যাওয়ার পথে কলবাড়ি বাজার এলাকা অতিক্রম করছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ও কুপিয়ে জখম করে। ঘটনার সময় মজিবুরের সঙ্গে থাকা তার ভাতিজা কলেজছাত্র রুবেল ভূঁইয়াকেও (১৮) জখম করে তারা।

পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মজিবুরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মজিবুর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের বড় মেয়ে আঁখি বেগম বাদী হয়ে নয়জনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করেছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, মামলা দায়েরের পরপরই এক আসামিকে আটক করা হয়েছে। বাকীদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।