এ উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।
রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) জগন্নাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (পরিচালন) মোহাম্মদ সাজাম্মুল ইসলাম।
অনুষ্ঠানে রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আওতাধীন ঝুজকাই মিয়াপুর গ্রামের ১২ জনের নারী উদ্যোক্তা গ্রুপের প্রত্যেককে ৫ শতাংশ স্বল্প সুদে গাভী পালনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকা ঋণ দেওয়া হয়।
অনুষ্ঠানের কাজী ছানাউল হক বলেন, নারী উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ নিয়ে গাভী পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
গৃহীত ঋণ কাজে লাগিয়ে নিজেদের উন্নয়ন ঘটানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসএস/ওএইচ/বিএস