সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট বিআরডিবি’র অফিস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়ার নেতৃত্বে দুদকের উপ-সহকারী পরিচালক মো.রাকিবুল হায়াত নিজ অফিস থেকে এ.কে.এম জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।
দুদক সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে জনতা ব্যাংক লিমিটেডের কালীগঞ্জ শাখা থেকে বিআরডিবি’র পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পের ত্রিশ লাখ সাত হাজার পাঁচশ’ পঁচাশি টাকা আত্মসাত করে জাহিদুল। এ অভিযোগের ভিত্তিতে ১৫ সালের ১২ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দুদক একটি মামলা দায়ের করে। মামলা নং-৭।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩,২০১৭
এসজে/আরএ