ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে লাখো কণ্ঠে বাল্যবিয়ে’কে “না”

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সুনামগঞ্জে লাখো কণ্ঠে বাল্যবিয়ে’কে “না” সুনামগঞ্জে লাখো কণ্ঠে বাল্যবিয়ে’কে “না”

সুনামগঞ্জ: থাকলে শিশু বিদ্যালয়ে, হবেনা বিয়ে বাল্যকালে। থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়-এ স্লোগানে সুনামগঞ্জের ২৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এক সঙ্গে লাল কার্ড দেখিয়ে বাল্য বিয়েকে ‘না’ বলেছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ২৪ মিনিট ৩৫ সেকেন্ড থেকে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ সময় কাউন্ট-ডাউন শুরু করেন।

পরে ১২টা ২৫ মিনিট থেকে সবাই যার যার অবস্থান থেকে এক সঙ্গে দাঁড়িয়ে লাল কার্ড উচিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে শ্লোগান ধরেন,‘বাল্য বিয়েকে- না’ যৌন হয়রানিকে- না’।

এক নাগারে ৫ মিনিট শ্লোগান চলার পর সবাই এক সঙ্গে উচ্চস্বরে বলেন ‘না’।

এভাবেই সুনামগঞ্জকে বাল্য বিয়ে মুক্ত করার ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তন চত্বরে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে ঐতিহাসিক এ কর্মসূচিতে নিজেদের যুক্ত করে।

কর্মসূচি পালনের পর শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তন মঞ্চে বক্তব্য রাখেন-বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, নারী নেত্রী শীলা রায় প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার।

বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন,‘এটি একটি ব্যতিক্রমী কর্মসূচি, কর্মসূচিটি গিনেজ বুকে অন্তর্ভূক্তির জন্যও চেষ্টা করা হচ্ছে।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড-ইউনিয়ন এবং পরে উপজেলায় উপজেলায় এ কর্মসূচি পালনের পর সোমবার জেলাব্যাপী এ কর্মসূচি পালন করা হলো।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।