ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট

রাজশাহী: ১২ দফা দাবি না মানা হলে আগামী ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।  রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এই ধর্মঘট পালন হবে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উত্তরবঙ্গ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মান্নান আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দাবিতে গত ২১ জানুয়ারি (শনিবার) রাজশাহীতে সংবাদ সম্মেলনও করা হয়।

এতে পরিষদের পক্ষ থেকে তিনি নিজেই ১২ দফা দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো- পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রাপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরে সীতাকুণ্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাকচালকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার।

আব্দুল মান্নান আকন্দ বলেন, দাবি পূরণের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ জানুয়ারি থেকে পণ্য পরিবহন ধর্মঘটে যাবেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।