সোমবার (২৩ জানুয়ারি) সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরীর তালতলা পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটের উপর থেকে ৪শ’ ৫০ স্কয়ার ফুটের একটি বিলবোর্ড এবং নগরীর শেখঘাটের জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটের পাশে থেকে ৭শ’৫০ স্কয়ার ফুটের আরেকটি অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করেন।
সিসিকের রাজস্ব শাখা সূত্র জানায়, সিসিক কর্তৃপক্ষ মহানগরীতে স্থাপিত অবৈধ ও অনুমোদনহীন বিলবোর্ডের তালিকা প্রণয়ন করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান বাংলানিউজকে বলেন, যারা অনুমোদনহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি, তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনইউ/ওএইচ/আরআই