ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শুক্রবার বাগমারায় যাচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, জানুয়ারি ২৪, ২০১৭
শুক্রবার বাগমারায় যাচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজশাহী: বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার) রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়ায় যাচ্ছেন।

বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনের পর বাগমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় বাগমারায় চলতি বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন বলেও জানান স্থানীয় ওই সংসদ সদস্য।

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২৭ জানুয়ারি (শুক্রবার) এর কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।