ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, জানুয়ারি ২৪, ২০১৭
কুষ্টিয়ায় ট্রাক চালকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিনপর নিজ ঘর থেকে জসীম উদ্দিন (৩৫) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে শহরতলীর মোল্লাতে ঘড়িয়ায় একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জসীম উদ্দিন হাউজিং এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় আসার পর জসীম নিখোঁজ ছিলেন। তার স্ত্রী ঢাকায় থাকার কারণে জসীম উদ্দিন শহরতলীর মোল্লাতে ঘড়িয়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন।

সকালে পরিবারের লোকজন ঘরের ভেতর জসীমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।