ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, জানুয়ারি ২৪, ২০১৭
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

টাঙ্গাইল: জনসচেতনা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনায় জীবনের ঝুঁকি কমাতে সব মোটরসাইকেল চালক ও আরোহীদের বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের লক্ষ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

এ সময় হেলমেট না থাকায় শতাধিক মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিক হেলমেট কিনতে বাধ্য করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোমতাজ বেগমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সহযোগিতা করেন- টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন, ফাহমি মোহাম্মদ সায়েফ ও মুনমুন জাহান লিজা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হেলমেট ছাড়া সব মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেল চালকরা হেলমেট কিনলে এবং তা বাধ্যতামূলক ব্যবহার করার প্রতিশ্রুতি দিলে তাদের মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন উপস্থিত থেকে হেলমেট কেনা সব মোটরসাইকেল চালক ও আরোহীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।