ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে নিখোঁজের ১২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জানুয়ারি ২৪, ২০১৭
রংপুরে নিখোঁজের ১২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

লালমনিরহাট: রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজের ১২ দিন পর শিমুল (০৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বড় দরগা ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিমুল উপজেলার বড় আমবাড়ি গ্রামের হারুন মিয়ার ছেলে ও আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, শিমুল ১২ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে বড় আমবাড়ি বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে স্থানীয়রা হিন্দুপাড়া গ্রামের একটি জঙ্গলে শিমুলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) মর্গে পাঠায়।
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুন মিয়ার দূর সম্পর্কের আত্মীয় আমবাড়ি গ্রামের আবুল হোসেন ও তার স্ত্রী হাজেরা খাতুনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।