ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, জানুয়ারি ২৪, ২০১৭
বেগমগঞ্জে গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২ বেগমগঞ্জে গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে গুলি ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের তালেবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার তালেবপুর গ্রামের মো. রেজাউল হকের ছেলে মো. শাহজাহান (৩০) ও একই উপজেলার তালিবপুর গ্রামের ছাত্তার বাড়ির মো. ইসমাইল হোসেনের ছেলে মো. জুয়েল রানা (২৪)।

র‌্যাব-১১, সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেগমগঞ্জের পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের দুই জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় দুইটি মামলা রয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে আরো দুইটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।