মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-কুষ্টিয়া জেলার মিরপুর থানার সাহেবনগর গ্রামের ছানোয়ারের ছেলে খোকন মিয়া (৩৫) ও মেহেরপুর জেলার গাংনী থানার সেকেন্দার হোসেনের ছেলে সবুজ হোসেন (৪০)।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১০ আগস্ট রাতে সিরাজগঞ্জ রোডের গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এলজি, দু’টি ১২ বোরের শর্টগানের কার্তুজ ও পাঁচশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানকালে বাসের সুপারভাইজার খোকন মিয়া ও হেলপার সবুজ হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-১২ এর সেই সময়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সলঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল বাছেদ ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিকেলে আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭, আপডেট: ১৯০০ ঘণ্টা
আরবি/এসআই