মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-শিক্ষক মাজহারুল ইসলাম (৪০), ছাত্র রনি (১৪) জয় (১৫) রাব্বানীসহ (১২) পাঁচজন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় নয়নের সঙ্গে নবম শ্রেণির ছাত্র রনির মোটরসাইকেল নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে সকালে নয়ন ও তার সহযোগীরা হকি স্টিক ও লাঠিসোটা নিয়ে বিদ্যালয় চলাকালীন রনির ওপর হামলা চালায়। এসময় শিক্ষকরা প্রতিবাদ করলে তারা বেপরোয়াভাবে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এতে শিক্ষকসহ পাঁচ ছাত্র আহত হয়।
আহতদের মধ্যে শিক্ষক মাজহারুল ইসলামকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/আরএ