ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে খালের সঙ্গে সুয়ারেজ লাইন, বাড়ির মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বরিশালে খালের সঙ্গে সুয়ারেজ লাইন, বাড়ির মালিককে জরিমানা

বরিশাল: বরিশালে খালের সঙ্গে সুয়ারেজ লাইন সংযোগ দেওয়ার দায়ে আল-আমিন নামে এক বাড়ির মালিককে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট রিপন বিশ্বাস এ জরিমানা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন বাংলানিউজকে জানান, জেল খাল রক্ষায় বরিশাল জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে।

এরই অংশ হিসেবে খালের পানিতে ময়লা আর্বজনা না ফেলা ও সুয়ারেজ সংযোগ না দিতে আহ্বান জানিয়ে প্রচার-প্রচারণাও চালানো হয়।

কিন্তু তা উপেক্ষা করে নগরীর নথুল্লাবাদ থেকে সোবাহান মিয়ার পুল এলাকায় ময়লা আর্বজনা ফেলা এবং সুয়ারেজ লাইনের সংযোগ দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কর্মচারী মো. আল আমিনের বাসার সুয়ারেজ সংযোগ খালের সঙ্গে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। তখন বাড়ির মালিক আল-আমিনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ওই এলাকার খাল পাড়ের বাসিন্দাদের ময়লা-আর্বজনা না ফেলার জন্য পুনরায় সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।