ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে বালু ব্যবসায়ীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ধুনটে বালু ব্যবসায়ীর জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের বিবিরদহ সরকারি জলাশয় থেকে বালু উত্তোলনের চেষ্টাকালে ওমর ফারুক (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ওমর ফারুক ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের ফজলার রহমানের ছেলে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী চন্দন কুমার বাংলানিউজকে জানান, গোয়ালভাগ গ্রামের বিবিরদহ সরকারি জলাশয় থেকে বালু উত্তোলনের প্রস্তুতি চলছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খনন যন্ত্রসহ ওমর ফারুককে আটক করা হয়। পরে ওমর ফারুককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।