ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ঘোষণা দিয়েছেন হাজারীবাগের বেড়িবাঁধ দখলমুক্ত করবেন। সেখানে বুড়িগঙ্গাকে তার অতীতরূপ ফিরিয়ে দেবেন।
কিন্তু কিভাবে?
মঙ্গলবার দিনভর বাংলানিউজ টিম চষে বেড়িয়েছে বেড়িবাঁধের এমাথা ওমাথা। তাতে কাছে ধরা পড়েছে বেড়িবাঁধের হাল-হকিকত। এলাকাবাসীর মনোভাব কী? কোন পথে কিভাবে এই বাঁধ ও আশেপাশের অংশ দখলমুক্ত করা সম্ভব? সেসব প্রশ্নেরও কিছু উত্তর মিলেছে।
রাতেই প্রকাশিত হবে এ নিয়ে সচিত্র প্রতিবেদন। প্রিয় পাঠক বাংলানিউজেই থাকুন।
দখলমুক্ত হবে খাল, কিন্তু কিভাবে? পড়ুন বাংলানিউজে
বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭