ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সরকারি জমির মাটি বিক্রি করায় দুই জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
সৈয়দপুরে সরকারি জমির মাটি বিক্রি করায় দুই জনের জরিমানা সৈয়দপুরে সরকারি জমির মাটি বিক্রি করায় দুই জনের জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সরকারি জমি খনন করে অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় সৈয়দপুর সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) আহমেদ মাহবুব-উল আলম এ জরিমানা করেন। জরিমানার টাকা না দেওয়ায় তাদের আটক করেছে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল ময়দানপাড় গ্রামের মনছুর আলী (৭০) ও আনছার আলী (৬০)।

জানা যায়, মনছুর আলী, আনছার আলীসহ তারা পাঁচ ভাই সরকারি জমি লিজসূত্রে ভোগদখল করে আসছিলেন। জমিটি ১৯৬২ এবং ১৯৯২ রেকর্ডমূলে সরকারের মালিকানায় ফেরত গিয়ে পুনরায় তা খাস জমি হয়। ওই জমির মাটি ফিট হিসেবে স্থানীয় দালাল মাটি ক্রেতার কাছে বিক্রি করছিলেন তারা। খবর পেয়ে সৈয়দপুর সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) আহমেদ মাহবুব-উল-আলম সেখানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা না পেয়ে মনছুর ও আনছার আলী সহোদরকে আটক করে সৈয়দপুর থানায় নিয়ে যায় পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, জরিমানার টাকা বুঝে পেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।