ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ত্রিশালে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ত্রিশালে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে মতবিনিময় বাল্যবিয়েকে না জানিয়ে লাল কার্ড প্রদর্শন

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নকে বাল্যবিয়ে ও মাদকমুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আহম্মেদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে কানিহারী ইউনিয়ন পরিষদ।

সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম ও লুৎফুন্নেছা বিউটি।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাল্যবিয়েকে না জানিয়ে লাল কার্ড প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমএএএম/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।