এতে বিভাগের সব জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েরা অংশ নেবেন। ওইদিন সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজশাহী জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোহাম্মদ হালিম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতাটি আগামী শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ