ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জানুয়ারি ২৮, ২০১৭
জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ (ফাইল ফটো)

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার (২৮ জানুয়ারি)।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে পুনঃনিরীক্ষার ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক।

জেএসসির ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে ২৬ হাজার ৮৮৪ শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিল। এরমধ্যে ফেল থেকে ২৩৮ শিক্ষার্থী পাস করেছে এবং নতুন করে ৪০৬ জন জিপিএ-৫ পেয়েছে।

গত ২৯ ডিসেম্বর জেএসসি-ডেডিসির ফল প্রকাশের পর ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই ফল পুনঃনিরীক্ষার আবেদন করে শিক্ষার্থীরা। জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমআইএইচ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।