ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যা

পৌর মেয়র-তার ভাইয়ের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, ফেব্রুয়ারি ৩, ২০১৭
পৌর মেয়র-তার ভাইয়ের নামে মামলা

সিরাজগঞ্জ: দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় জড়িত- অভিযোগ এনে শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু এবং তার ভাইসহ ৪৩ জনকে আসামি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে শিমুলের স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মেয়র হালিমুল হক মিরু ও তার ছোট ভাই মিন্টু, সাবেক কাউন্সিলর পিজুস, আওয়ামী লীগ নেতা নাছিরসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতপরিচয় আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর-সার্কেল) আবুল হাসানাত জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ইতোমধ্যে মেয়রের দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।