ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, ফেব্রুয়ারি ৫, ২০১৭
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় অর্থদণ্ড

রাজশাহী: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় রাজশাহীর দুর্গাপুরে দুই অফিস সহায়কের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুর্গাপুর ফাযিল (ডিগ্রি) মাদ্ররাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম খান এ অর্থদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, রোববার মাদ্ররাসার শিক্ষা বোর্ডের অধীনে ওই মাদ্ররাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ইংরেজী পরীক্ষা চলছিলো।

এ সময় মাদ্ররাসার দুই অফিস সহায়ক জয়নাল আবেদীন (৪০) ও রাকিব উদ্দিন (৪৫) মোবাইল ফোন ব্যবহার করছিলেন।

বিষয়টি চোখে পড়লে ওই দুই অফিস সহায়ককে তলব করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।