ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালাইয়ে দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, ফেব্রুয়ারি ৫, ২০১৭
কালাইয়ে দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

জয়পুরহাট: দুর্নীতির দু’টি মামলায় কালাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।

আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, ২০১১ ও ১২ সালে কালাই হাট-বাজার ইজারার অর্থ তছরুপ ও অনিয়মকে কেন্দ্র করে বেলাল তালুকদার ও হাট ইজারাদার রেজাউল করিমের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।

এ মামলায় তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শেখ আব্দুস সালাম দণ্ডবিধি ১০৯ ধারা তৎ সহ ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় গত ২০১৬ সালের ৩০ জুন অভিযোগপত্র দাখিল করেন।

বেলাল তালুকদার স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার অপর আসামি ইজারাদার রেজাউল করিম পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা ও সরকারি পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান, অ্যাডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম, অ্যাডভোকেট সওদাগর মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

       

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।