ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু শিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বাগেরহাটে বিনামূল্যে চক্ষু শিবির

বাগেরহাট: বাগেরহাটের রামপালে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রামপাল উপজেলার শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবির উদ্বোধন করেন ঢাকা মেগাসিটি লায়নক্লাব ও লায়ন ফাউন্ডেশনের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবু সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ মোহাম্মাদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।