শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার দমদম এলাকার আব্দুল মজিদের ছেলে মো. জব্বার (৩৬), উল্টাছড়ি এলাকার মো. হানিফের ছেলে তোফাজ্জল হোসেন (২৭) ও কলোনীপাড়ার মৃত মো. এরশাদের ছেলে মনোয়ার হোসেন (৩২)।
আটকদের মধ্যে তোফাজ্জল উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের ছোট ভাই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাতেই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রাতে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিজয় মেলায় যাওয়ার পথে মুখোশপড়া একদল সন্ত্রাসী জয় নাথের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনার জয় নাথ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও তার অনুসারীদের দায়ি করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরবি/