ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ জাহানারা বেগম (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নিউ গুলশান আমলাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।

জাহানারা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্দিদের এলাকার ধন মিয়ার স্ত্রী।

বর্তমানে তারা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নিউ গুলশান আমলাবো এলাকার আবুল কাশেমের বাড়িতে বসবাস করে আসছেন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাদ রোমন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জাহানারা ও তার ছেলে কুদ্দুস মাদক বিক্রি করে আসছেন বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নিউ গুলশান আমলাবো এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ জাহানাকে আটক করা হয়। এসময় ছেলে কুদ্দুস পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

আটক জাহানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।