ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমি উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমি উদ্বোধন সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমি উদ্বোধন করা হয়

সুনামগঞ্জ: ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধ‍াদের রক্তে ভেজা স্মৃতি বিজড়িত সুনামগঞ্জের পিটিআই বধ্যভূমি উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের পিটিআই প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এ বধ্যভূমি উদ্বোধন করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্বার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, জেলার যে যে জায়গায় এ রকম বধ্যভূমি রয়েছে মুক্তিযোদ্ধারা যদি আমাদের অবহিত করেন তাহলে আমরা সেগুলোকে সংরক্ষণের উদ্যোগ নিব। কারণ আমাদের নতুন প্রজন্ম যদি ইতিহাস না জানে তাহলে মুক্তিযোদ্ধ‍াদের কি হয়েছিল বা কীভাবে আমরা স্বাধীন এ দেশ পেলাম তা জানতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।