রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফট্যানেন্ট এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।
এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এম শোভন খান বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ ইব্রাহীমকে আটক করা হয়। এসময় মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিএ