রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংহপুর নিট এশিয়া লিমিটেড নামে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক এ কর্মবিরতি পালন করে।
শ্রমিকরা জানায়, কোনো কারণ ছাড়াই দফায় দফায় শ্রমিক ও স্টাফদের ছাঁটাই করে দিচ্ছে।
ছাটাইকৃত ডিজিএমকে পুনর্বহাল করা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান বাংলানিউজকে জানান, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে কারখানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরবি/