বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শফিকুল ও সোহেল।
র্যাব ৩-এর উপ অধিনায়ক মেজর মারুফ বাংলানিউজকে জানান, রাজশাহীর গোদাগাড়ি থেকে ফেনসিডিল ভর্তি একটি প্রাইভেটকার রাজধানীর মোহাম্মদপুর উদ্দেশে রওনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আশুলিয়া থানার সামনে অবস্থান নেয় র্যাব। থানা ফটক এলাকায় প্রাইভেটকারটি এলে গতিরোধ করে তল্লাশি করা হয়। এসময় প্রাইভেটকারের পেছনে সাতটি ব্যাগে ১৫শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে গাড়িতে থাকা দু’জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/