ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে একসঙ্গে চার সন্তান প্রসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
মির্জাপুরে একসঙ্গে চার সন্তান প্রসব মির্জাপুরে একসঙ্গে চার সন্তান প্রসব। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে তাসলিমা নামে এক নারী একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) উপজেলার কুমুদিনী হাসপাতালে এই চার সন্তান প্রসব করেন তিনি। নবজাতকগুলোর মধ্যে তিনজন জীবিত ও একজন মারা গেছে।

তাসলিমা উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (০৩ জানুয়ারি) তাসলিমার প্রসব ব্যথা শুরু হলে বিকেলে তাকে কুমুদিনী হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করা হয়। এরপর দিন দুপুর একটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম বাচ্চার জন্ম হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে আরো তিনটি বাচ্চা একে এক প্রসব করেন তিনি। চারটি বাচ্চার মধ্যে দুইটি ছেলে এবং দুইটি মেয়ে। প্রসবের পর একটি বাচ্চা মারা গেছে।

এদিকে, একসঙ্গে চারটি সন্তান প্রসবের ফলে দরিদ্র তাসলিমার পরিবার বিপাকে পড়েছেন। কম ওজনের আকারে খুব ছোট এই বাচ্চাগুলো কিভাবে রক্ষা করবে এনিয়ে পরিবারটি দুশ্চিন্তায় পড়েছে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ পোদ্দার বাংলানিউজকে বলেন, বাচ্চাগুলোর ওজন কম এবং আকারে খুব ছোট। তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন। বাচ্চাগুলোকে ইনকিউভেটরে রাখা হয়েছে। বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।